রাতে সৌদি আরবের ক্লাবে অভিষেক হচ্ছে রোনালদোর!

ফুটবল দুনিয়া January 22, 2023 811
রাতে সৌদি আরবের ক্লাবে অভিষেক হচ্ছে রোনালদোর!

আজ রবিবার রাতে ইত্তেফাকের বিপক্ষে আল নসরের হয়ে অভিষেক হওয়ার কথা আছে রোনালদোর। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়। তবে সৌদির ক্লাবের হয়ে খেলার আগেই দুটি সমস্যার সামনে পড়েছেন রোনালদো। প্রথমত, আরবের আবহাওয়া।


রোনালদো তার ক্যারিয়ারের বেশির ভাগ সময় কাটিয়েছেন ইংল্যান্ড, স্পেন এবং ইতালিতে। যে দেশগুলোর আবহাওয়া আরবের চেয়ে অনেকটাই আলাদা। আরবে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। সন্ধ্যায় খেলা হলেও ৩৭ বছরের রোনালদোকে খেলতে হবে গরমের মধ্যেই। সেই সময়ও তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের মতো থাকে।


দ্বিতীয়ত, স্টেডিয়ামের দর্শকসংখ্যা। রোনালদো খেলবেন আরবের প্রো লিগে। সেই লিগে খেলে ১৬টি দল। আল নাসেরে যোগ দেওয়া রোনালদোর ঘরের মাঠে ২৫ হাজার লোক ধরে। কিন্তু এই লিগে খেলা অনেক দলের ঘরের মাঠে ১০ হাজার আসনও নেই!


এত কম দর্শকাসনের স্টেডিয়ামে খেলার অভ্যেস নেই রোনালদোর। তিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন সান্তিয়াগো বার্নাব্যুতে। ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময় তিনি খেলতেন ওল্ড ট্র্যাফোর্ডে।


সূত্রঃ কালের কন্ঠ অনলাইন