আবারও ঢাকায় আসছে লিওনেল মেসির আর্জেন্টিনা

ফুটবল দুনিয়া January 17, 2023 1,338
আবারও ঢাকায় আসছে লিওনেল মেসির আর্জেন্টিনা

বাংলাদেশে আসতে যাচ্ছে বিশ্বকাপজয়ী লিওনেল মেসির আর্জেন্টিনা দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন গণমাধ্যমকে বলেছেন, চলতি বছরের জুন মাসেই মেসিবাহিনী ঢাকায় আসবে। মেসিদের ঢাকায় আনতে দুই ফেডারেশনের আলোচনা এখন পর্যন্ত সফল।


কাজী সালাউদ্দিন জানিয়েছেন, আর্জেন্টিনা দল ঢাকায় আসতে রাজি হয়েছে। এখন শুধু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে প্রীতি ম্যাচ। তবে প্রতিপক্ষ কারা হবে সেটা এখনও ঠিক হয়নি। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন তাদের কোচ লিওনেল স্কালোনির পরামর্শে কয়েকটি দলের নাম জানাবে। সেখান থেকে একটি দল বাছাই করা হবে।


আর্জেন্টিনা দলের আগমন উপলক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার করতে আজ মঙ্গলবারই জাতীয় ক্রীড়া পরিষদকে জরুরি চিঠি দিয়েছে বাফুফে। কারণ ঢাকার এই স্টেডিয়ামের অবস্থা করুণ।


সূত্রঃ কালের কন্ঠ অনলাইন