বিপিএল শুরু হতে আর দিন কয়েক বাকি আছে। শেষ মুহূর্তে ইংলিশ ক্রিকেটার ডেভিড মালানকে দলে ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগামী ৫ জানুয়ারি ঢাকায় পা রাখবেন ইংল্যান্ডের তারকা এই ব্যাটার।
বিপিএলে তিনবারের শিরোপাজয়ী এই দলটার হয়ে আগেও বিপিএলে খেলেছেন মালান। এমনকি এই বিপিএলে টুর্নামেন্টে ভালো পারফর্ম করেই জায়গা করে নিয়েছিলেন ইংলিশ জাতীয় দলে। আর মালানের খেলতে আসার বিষয়টি কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি তাদের অফিসিয়াল ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছে।
সেখানে মালানের একটি ভিডিও পোস্ট করে তারা লিখেছে, ‘ওয়ার্ল্ড ক্লাস ইংলিশ টপ অর্ডার ব্যাটার, টি টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে এক বিধ্বংসী নাম দাভিদ মালান এবার বিপিএল ২০২৩ এ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সি গায়ে মাঠ মাতাবেন। মালানকে ভিক্টোরিয়ান্স পরিবারে স্বাগতম।’
এদিকে গতকাল জানা গিয়েছিল বিপিএল খেলতে আসছেন না শাহীন আফ্রিদি। কেননা হাঁটুর চোট থেকে এখনো সেরে উঠেননি পাকিস্তানের তারকা পেসার।
সূত্রঃ স্পোর্টসজোন২৪