দুর্দান্ত সময় পার করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। গতবছর ব্যাটিং এবং বোলিং দুই বিভাগের চমৎকার খেলেছেন তিনি। বিপিএলের এবারের আসরে দক্ষিণের দল ফরচুন বরিশালের হয়ে খেলবেন জাতীয় দলের এই অলরাউন্ডার।
এখন পর্যন্ত বিপিএলে ছয় আসরে খেলেছেন মেহেদী হাসান মিরাজ। এর মধ্যে দুইবার ফাইনালে গেলেও চ্যাম্পিয়ন হতে পারেননি তিনি। তাই এবার কাগজে-কলমে এগিয়ে থাকা বরিশালের হয়ে চ্যাম্পিয়নের স্বাদ নিতে চান তিনি।
আজ সোমবার মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শেষে সাংবাদিকদের মিরাজ বলেন, “আমাদের দলটা খুবই ভালো হয়েছে। সাকিব ভাই আছেন, গত বছরও তিনি খেলেছেন। রিয়াদ ভাই আছেন, আমি আছি, ইবাদত আছে, খালেদ আছে।”
“জাতীয় দলের অনেক খেলোয়াড় আছে। আশা রাখছি অবশ্যই চ্যাম্পিয়ন হব। বিপিএলে যতদিন খেলেছি…এই নিয়ে ছয়বার খেলব। দুইবার ফাইনাল খেলেছি। একবারও চ্যাম্পিয়ন হতে পারিন, চ্যাম্পিয়নের স্বাদ একবারও নিতে পারিনি। আশা করি, এবার চ্যাম্পিয়ন হব।”
সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট