

দুই জনে একই দিনে বিশ্বকাপ ফাইনালে খেলেছেন। পিএসজির এই জুটি বিশ্বকাপের ফাইনালে করেছেন ৫ গোল, এমবাপ্পে ৩টি ও মেসি ২টি। সেই ম্যাচের ১০ দিনের মধ্যে মাঠে নেমে পড়লেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপ বিরতির পর নিজেদের প্রথম ম্যাচে স্ত্রাসবুর্গের বিরুদ্ধে পিএসজি-কে জিতিয়ে এমবাপ্পে জানান, মেসির জন্য তিনি অপেক্ষা করছেন অধীর আগ্রহে।
ফাইনাল ম্যাচের পর মেসির সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল এমবাপ্পেকে। সেই প্রসঙ্গে ফরাসী তারকা এমবাপ্পে বলেন, ম্যাচ শেষ হওয়ার পর মেসিকে শুভেচ্ছা জানিয়েছিলাম। সারা জীবনের সবচেয়ে বড় পুরস্কার পেল। আমার কাছেও সুযোগ ছিল। কিন্তু আমি ব্যর্থ হয়েছি। লিয়োর ফেরার জন্য অপেক্ষা করছি। তার সঙ্গে নতুন জয় এবং নতুন লক্ষ্য স্থির করব।
সূত্রঃ যমুনা টিভি অনলাইন









