ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পেলেন মিরাজ

ফুটবল দুনিয়া December 29, 2022 1,827
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পেলেন মিরাজ

২০২২ সালে ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বলা যায় ক্যারিয়ারের সেরা ফর্মেই ছিলেন এই অলরাউন্ডার। আর এই দারুণ পারফর্ম করে ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছেন মিরাজ।


ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো নিজেদের বর্ষসেরা ওয়ানডে একাদশ প্রকাশ করেছে। যেখানে একমাত্র অলরাউন্ডার হিসেবে আছেন মিরাজ। এই একাদশের অধিনায়ক করা হয়েছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে।


মিরাজ ২০২২ ক্যালেন্ডার ইয়ারে ৬৬ ব্যাটিং গড়ে সংগ্রহ করেছেন মোট ৩৩০ রান। পাশাপাশি বল হাতে শিকার করেন ২৪টি উইকেট। দাপুটে অলরাউন্ড পারফর্মেন্সের পুরস্কার হিসেবে মিরাজ ক্রিকনইফোর বর্ষসেরা ওয়ানডে দলে।


ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশ:

ট্রাভিস হেড, শুবমান গিল, বাবর আজম (অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, টম লাথাম, সিকান্দার রাজা, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, অ্যাডাম জাম্পা এবং ট্রেন্ট বোল্ট।


সূত্রঃ স্পোর্টসজোন২৪