বিদায়ী চিঠিতে বিসিবি ও বাংলাদেশ দলকে নিয়ে যা বললেন ডমিঙ্গো

ফুটবল দুনিয়া December 29, 2022 1,238
বিদায়ী চিঠিতে বিসিবি ও বাংলাদেশ দলকে নিয়ে যা বললেন ডমিঙ্গো

নানা সময়েই তার চাকরি নিয়ে টানাটানি হয়েছে। অবশ্য শেষ পর্যন্ত ঠিকই টিকে যেতেন রাসেল ডোমিঙ্গো। তবে এবার এমন গুঞ্জন উঠতেই নিজে থেকে বাংলাদেশ দলের প্রধান কোচের পদ থেকে সরে গেলেন। বিসিবিকে দেওয়া মেইলে টাইগারদের জন্য জানিয়েছে শুভকামনা।


ভারতের বিপক্ষে সিরিজের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পদত্যাগপত্র পাঠিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান। ২০১৯ সালে দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু সাফল্যই এসেছে তার হাত ধরে।


তার অধীনে ২২ টেস্ট খেলেছে বাংলাদেশ দল, এর মধ্যে পেয়েছে তিনটি জয়, ১৭ হারের সঙ্গে ড্র এসেছে কেবল দুই ম্যাচে। এর মধ্যে ছিল নিউজিল্যান্ডকে তাদের মাটিতে টেস্ট হারানোর মতো ঘটনাও।


সবচেয়ে বেশি সাফল্য ওয়ানডেতে। ৩০ ওয়ানডের ২১টিতে জয় পেয়েছে দল। দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে হারিয়েছে সিরিজ। টি-টোয়েন্টিতেও ডমিঙ্গোর অধীনে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকে ঘরের মাঠে সিরিজ হারায় বাংলাদেশ।


দেশে ফিরে বিসিবিকে মেইলে পদত্যাগপত্র পাঠিয়ে ফিরে গেলেও বিদায়বেলায় বিসিবিকে ধন্যবাদ ও বাংলাদেশ দলকে শুভকামনা জানাতে ভুল করেননি এই প্রোটিয়া।


লম্বা সময় কাটিয়ে পদত্যাগ করা এই প্রোটিয়া সম্পর্কে আজ (২৮ ডিসেম্বর) সাংবাদিকদের সাথে কথা বলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।


এ বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ‘পদত্যাগ করেছে, এটা ঠিক আছে। গতকাল রাতে আমাদের সিইওকে একটা চিঠি দিয়েছে পদত্যাগের।


এখানে কোনো কারণ দেখায়নি, সে বিসিবিকে ধন্যবাদ জানিয়েছে, বোর্ড তাকে যে সাপোর্ট দিয়েছে এরজন্য। বাংলাদেশ দলকে উইশ করেছে যেন ভবিষ্যতে ভালো ক্রিকেট খেলতে পারে। চুক্তি অনুযায়ীই তার সঙ্গে সব ক্লোজ করা হবে।’


সূত্রঃ বিডি২৪রিপোর্ট