ম্যাচ হারের পর আর্জেন্টাইন রেফারিকে দুষলেন পেপে

ফুটবল দুনিয়া December 11, 2022 456
ম্যাচ হারের পর আর্জেন্টাইন রেফারিকে দুষলেন পেপে

জার্মানি, স্পেন, ব্রাজিলের পর বিশ্বকাপ থেকে এবার ছিটকে গেল আরও একটি হেভিওয়েট দল পর্তুগাল। এর মধ্যেদিয়ে রোনালদো হয়ত খেলে ফেললেন নিজের শেষ বিশ্বকাপ ম্যাচ। সেই সঙ্গে আক্ষেপের সাগরে ডুবলেন পেপেও। তাই তো ম্যাচ শেষে দুষলেন পক্ষপাতমূলক রেফারিংকে।


আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেলোকে উদ্দেশ্য করে নানা মন্তব্যের এক ফাঁকে পর্তুগালের বর্ষীয়ান তারকা পেপে বলেন, আমি বলছি না বিশেষ কাজে তাকে আনা হয়েছে, তবে এমনটা সে করে থাকে। পেপের কথার সঙ্গে প্রায় একই সুরে তাল মিলিয়েছেন আরেক তারকা ব্রুনো ফার্নান্দেজও। সরাসরি না বললেও বুঝিয়েছেন রেফারির কারণেই হেরেছেন তারা।


৩৯ বছর ৭৭ দিন বয়সী পর্তুগিজ এই ডিফেন্ডার বলেন, আমরা ম্যাচে সবসময়ই এগিয়ে ছিলাম, আমরা এমন সময়ে গোল হজম করলাম যখন আমরা এটা আশা করিনি। কিন্তু আমার এটা বলতে হবে, সে (রেফারি) আমার থেকে শক্তিশালী। একজন আর্জেন্টাইন রেফারি আজ এখানে আমাদের খেলা পরিচালনা করেছে এটা মেনে নেয়ার মতো না।


সূত্রঃ চ্যানেল২৪