গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউটে আর্জেন্টিনা, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

ফুটবল দুনিয়া December 1, 2022 553
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউটে আর্জেন্টিনা, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

প্রথম ম্যাচে সৌদি আরবের সঙ্গে হেরে ফেভারিট তকমাটা ভাটা পড়ে আর্জেন্টিনার। কিন্তু সময়ের সঙ্গে ঠিকই জ্বলে উঠেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।


তবে মেক্সিকো ও পোল্যান্ড দুই দলকেই ২-০ গোলের ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাপিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে উঠলো মেসিরা। যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।


পোল্যান্ডের বিপক্ষে এদিন লিওনেল মেসি গোল মিস করলেও আর্জেন্টিনার হয়ে গোল করেন ৪৭ মিনিটে মার্ক এলিস্টার ও আলভারেজ ৬৭ মিনিটে।


গ্রুপ সি থেকে রানার্সআপ হয়ে শেষ ষোলে গিয়েছে পোল্যান্ড।


সূত্রঃ অনলাইন