ব্রাজিলের জয়ের উচ্ছ্বাসের মধ্যে ভর করেছে নেইমারের ইনজুরির দুশ্চিন্তা। ম্যাচের ১০ মিনিট থাকতে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান তারকা। ম্যাচ শেষে যে ছবি ছড়িয়ে পড়েছে তাতে দেখা গেছে তার গোড়ালি বেশ ফুলে গেছে। ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছেন, নেইমারের গোড়ালি মচকে গেছে।
তিনি জানান, প্রতিপক্ষ ডিফেন্ডারের হাঁটু জোরের ওপর এসে নেইমারের গোড়ালিতে সরাসরি আঘাত করে। যে কারণে গোড়ালি মচকে গেছে। তার গোড়ালি খানিকটা ফুলে গেছে। তাকে প্রাথমিকভাবে বেঞ্চেই বরফ চিকিৎসা (সেক) দেওয়া শুরু হয়। এখন তার ফিজিওথেরাপি শুরু হবে।
ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার ভাষ্যে, ‘তাৎক্ষণিকভাবে বেঞ্চেই আমরা চিকিৎসা শুরু করেছি… ২৪ থেকে ৪৮ ঘণ্টা পরিস্থিতি মূল্যায়ন করা হবে। আগামীকাল (আজ) আরেকবার চোট পরিস্থিতি দেখা হবে। আমরা অপেক্ষা করছি। আগেভাগে কোনো মন্তব্য করতে চাচ্ছি না।’
ব্রাজিল কোচ তিতে অবশ্য নেইমারের দ্রুত সেরে ওঠার ব্যাপারে আশাবাদী। তিনি আত্মবিশ্বাসী যে, ইনজুরিতে নেইমারের বিশ্বকাপ শেষ নয়, ‘আমরা আত্মবিশ্বাসী যে, নেইমার বিশ্বকাপে খেলতে পারবে। আপনারাও নিশ্চিত থাকতে পারেন যে, নেইমার বিশ্বকাপে (সামনে) খেলবে।’
সূত্রঃ স্পোর্টসজোন২৪