সৌদি আরবের বিপক্ষে হারের পর যা বললেন মার্তিনেস

ফুটবল দুনিয়া November 22, 2022 1,030
সৌদি আরবের বিপক্ষে হারের পর যা বললেন মার্তিনেস

উড়তে থাকা আর্জেন্টিনাকে মাটিতে নামিয়ে এনে হারিয়ে দিয়েছে সৌদি আরব। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও ভেঙে গেছে আলবিসেলেস্তেদের। রেকর্ড তো দূর, আর্জেন্টিনার জন্য এখন কঠিন হয়ে গেছে গ্রুপ পর্ব পাড় করা। গ্রুপের সবচেয়ে সহজ প্রতিপক্ষ হিসেবে ভাবা হচ্ছিল সৌদি আরবকে, তাদের কাছেই হারতে হয়েছে আলবিসেলেস্তেদের।


এখন মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে পরের দুই ম্যাচে জিততেই হবে লিওনেল স্কালোনির শিষ্যদের। এগুলোকে ফাইনাল হিসেবে দেখছেন দলের স্ট্রাইকার লাউতারো মার্তিনেস। সৌদি আরবের বিপক্ষে ম্যাচের পর তিনি বলেছেন, ‘আমাদের প্রথমার্ধে এক গোলের চেয়ে বেশি করতে হতো কিন্তু এটাই বিশ্বকাপ। আমাদের সামনে এখন আর দুটি ফাইনাল বাকি আছে। ’


‘ভুলের কারণে আমরা ম্যাচ হেরেছি, দ্বিতীয়ার্ধেই হয়েছে এটি বেশি। এসব জিনিসই ব্যবধান গড়ে দেয় আর আমাদের এগুলো ঠিকঠাক করতে হবে। ’


সৌদির কাছে এই হার তাদের কষ্ট দিয়েছে বলেও জানান লাউতারো, ‘এটা অনেক কষ্ট দিয়েছে। আমাদের অনেক আশা ছিল বিশ্বকাপ জয় দিয়ে শুরু করবো। কিন্তু এটা শেষ হয়ে গেছে আর এখন আমাদের অনুশীলন করে এরপর আসা ব্যাপারগুলো নিয়ে ভাবতে হবে। ’


সূত্রঃ বাংলানিউজ২৪