গোলের দেখা পেয়েছেন মেসি-নেইমার-এমবাপ্পে। আর তাতে গাম্বা ওসাকাকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। জাপান সফরে প্রথম দুই ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার। এবার জোড়া গোলে মেটালেন আক্ষেপ।
যদিও পাবলো সারাবিয়ার গোলে শুরুতে লিড নেয় পিএসজি। মিনিট চারেকের মাথায় স্পট কিক গোলে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। তবে কেইসুকে কুরোকাওয়ার গোলে ম্যাচে ফেরার চেষ্টা করে ওসাকার। প্রথমার্ধের শেষ দিকে মেন্দেস ও মেসি গোল করলে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।
৬০ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান নেইমার। এরপর হিরোতো ইয়ামামি ব্যবধান কমালেও বদলি নামা কিলিয়ান এমবাপ্পের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
সূত্রঃ যমুনা টিভি অনলাইন