লিগ ওয়ানের সেরা একাদশে জায়গা পেলেন না মেসি-নেইমার

ফুটবল দুনিয়া May 17, 2022 554
লিগ ওয়ানের সেরা একাদশে জায়গা পেলেন না মেসি-নেইমার

লিগ ওয়ানে চলতি মৌসুমের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন পিএসজির কিলিয়ান এমবাপে। একই দিন প্রকাশ করা হয় লিগ ওয়ানে চলতি মৌসুমের সেরা একাদশ।


সেই একাদশ নিয়েই তৈরি হয়েছে তুমুল বিতর্ক। গোল রক্ষক হিসেবে এবারের একাদশে জায়গা পেয়েছেন পিএসজির নতুন রিক্রুট জিয়ানলুইজি ডোনারুম্মা।


এবারের মৌসুমে মাত্র ১৬টি ম্যাচে মাঠে নেমেছেন ডোনারুম্মা। ক্লিনশিট রেখেছেন মাত্র ৫টি ম্যাচে। অপরদিকে গোল হজম করেছেন ১৬টি।


একাদশে চমক রয়েছে আরও। লিওনেল মেসি কিংবা নেইমার জুনিয়র কেউই নেই একাদশে। নেই পিএসজির সেরা মিডফিল্ডার মার্কো ভেরাত্তিও।


এক নজরে দেখে নিন লিগ ওয়ানের সেরা একাদশে কারা জায়গা পেলোঃ


গোলরক্ষক


জিয়ানলুইজি ডোনারুম্মা


রক্ষণভাগ


মেন্ডেস, সালিবা, মার্কুইনহোস, ক্লাউস।


মধ্যমাঠ


পায়েত, শুয়েমিনি, ফোফানা


আক্রমণভাগ


এমবাপে, বেন ইয়াদের এবং মার্টিন টেরিয়ের।


সূত্রঃ স্পোর্টসজোন২৪