চার ম্যাচ হাতে রেখেই লিগ ওয়ানের শিরোপা জিতলো পিএসজি

ফুটবল দুনিয়া April 24, 2022 1,237
চার ম্যাচ হাতে রেখেই লিগ ওয়ানের শিরোপা জিতলো পিএসজি

ঘরের মাঠে লাঁসের বিপক্ষে ১-১ গোলে ড্র করেও রেকর্ড দশমবার ফ্রান্সের শীর্ষ পেশাদার ফুটবল লিগ ওয়ানের শিরোপা জিতে মেসি-নেইমারের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। গত মৌসুমে লিলের কাছে শিরোপা হারানো পিএসজি আবার ফিরে পেল মুকুট। ফ্রান্সের শীর্ষ লিগে মার্সেই ও সাঁত এতিয়েনের সবচেয়ে বেশি ১০ শিরোপা জয়ের রেকর্ডও স্পর্শ করল তারা।


এদিন প্রথমার্ধে গোলবঞ্চিত ছিল উভয় দল। ৫৭ মিনিটে ডেনসো লাল কার্ড দেখলে ১০ জনে পরিণত হয় লাঁস। খেলার ৭১ মিনিটে নেইমারের সহায়তায় স্বাগতিকদের এগিয়ে নেন লিওনেল মেসি। দুই মিনিট বাকি থাকতে জিয়ানের গোলে পিএসজির ম্যাচ জয়ের স্বপ্ন ভঙ্গ হলেও শিরোপা জয়ের সামনে জেতা ম্যাচ ড্র করার হতাশা বিলীন হয়ে যায়।


সূত্রঃ আমাদের সময়