দেখে নিন চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠলো যারা

ফুটবল দুনিয়া March 17, 2022 1,922
দেখে নিন চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠলো যারা

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াই শেষের পর এবার কোয়ার্টার ফাইনাল মাঠে গড়ানোর পালা। শেষ আটের টিকেট কেটেছে অ্যাটলেটিকো মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, বেনফিকা, চেলসি, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ ও ভিয়ারিয়াল।


ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি, এসি মিলান এবং আয়াক্সের মতো জায়ান্ট দলগুলো এবার কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিয়েছে।


আগামী শুক্রবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় সুইজারল্যান্ডের নিয়নে উয়েফার উয়েফার সদরদপ্তরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ও সেমি ফাইনালের ড্র অনুষ্ঠিত হবে।


৫ ও ৬ এপ্রিল কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলোর প্রথম লেগের খেলা মাঠে গড়াবে। ১২ ও ১৩ এপ্রিল হবে দ্বিতীয় লেগ। এরপর ২৭ এবং ২৭ এপ্রিল হবে দুই সেমি ফাইনালের প্রথম লেগ।


৩ ও ৪ মে দ্বিতীয় লেগের খেলা হবে। ২৮ মে প্যারিসের স্তাদে ডে ফ্রান্সে হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল।


সূত্রঃ চ্যানেল আই অনলাইন