বপিএলের ফাইনালে টান টান উত্তেজনাকর ম্যাচে ১ রানে বরিশালকে হারিয়ে তৃতীয়বারের মত শিরোপা ঘরে তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এদিকে এবারের আসরেও ব্যাটিংয়ের মুকুট গেলো এক বিদেশি ব্যাটারের মাথায়।
সবাইকে ছাড়িয়ে বেয়ারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিদেশি ওপেনার উইল জ্যাকস। আর সেরা পাচে মাত্র একজন বাংলাদেশি। তিনি টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
প্রথমবারের মতো বিপিএল খেলতে এসেই বাজিমাত করলেন ২৩ বছর বয়সী এ তারকা ব্যাটার। ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্টে মাত্র ২৫ বলে সেঞ্চুরি করে তাক লাগিয়েছিলেন জ্যাকস। তাই তার ওপর বাড়তি প্রত্যাশাই ছিল চট্টগ্রামের। সেই প্রত্যাশার পুরোটাই পূরণ করেছেন তিনি।
চট্টগ্রামকে তৃতীয় করার পথে ১১ ম্যাচ খেলে ৪১৪ রান করেছেন জ্যাকস। তার ব্যাট থেকে পঞ্চাশ ছাড়ানো ইনিংস এসেছে ৪টি। তবে আসরে পাঁচটি পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেও মোট রানের তালিকায় জ্যাকসকে ছাড়াতে পারেননি তামিম। তিনি ৯ ম্যাচে করেছেন ৪০৭ রান। এছাড়া ১১ ম্যাচে ৪১০ রান আছে আন্দ্রে ফ্লেচারের।
• একনজরে বিপিএলের এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক-
১। উইল জ্যাকস (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) – ১১ ম্যাচে ৪১৪ রান, সর্বোচ্চ ৯২*
২। আন্দ্রে ফ্লেচার (খুলনা টাইগার্স) – ১১ ম্যাচে ৪১০ রান, সর্বোচ্চ ১০১*
৩। তামিম ইকবাল (মিনিস্টার ঢাকা) – ৯ ম্যাচে ৪০৭ রান, সর্বোচ্চ ১১১*
৪। কলিন ইনগ্রাম (সিলেট সানরাইজার্স) – ৯ ম্যাচে ৩৩৩ রান, সর্বোচ্চ ৯০
৫। ফাফ ডু প্লেসি (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) – ১০ ম্যাচে ২৯৫ রান, সর্বোচ্চ ১০১।
সূত্রঃ স্পোর্টসজোন২৪