দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। গতকাল বিকালে ঢাকায় আসেন তিনি। তবে ঢাকায় এসে আজ সকালেই দল নিয়ে চট্টগ্রামে যাওয়ার কথা রয়েছে রাসেল ডমিঙ্গোর। রাসেল ডমিঙ্গো দুইদিন আগে ঢাকায় এসে পৌঁছেছেন জাতীয় দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। মিরপুরে নির্বাচকদের সঙ্গে বিপিএলের ফাইনাল ম্যাচ মাঠে বসে উপভোগ করেছেন তিনি।
আজ রোববার ওয়ানডে সিরিজ খেলতে চট্টগ্রাম যাবে বাংলাদেশ দল। সফরকারী আফগানিস্তান দল বন্দরনগরীতে যাচ্ছে এক দিন আগেই। সিলেটে ক্যাম্প শেষ করে শনিবার ঢাকায় এসে আরেকটি ফ্লাইটে চট্টগ্রাম গিয়েছে তারা। আজ বিকালে তাদের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করার কথা রয়েছে। এছাড়াও বর্তমানে ঢাকায় অবস্থান করছে নবনিযুক্ত ব্যাটিং কোচ জেমি সিডন্স।
কিছুদিন আগে করোনা পজিটিভ হওয়া ব্যাটিং কোচ জেমি সিডন্স গতকাল নমুনা দিয়েছেন। নেগেটিভ হলে চট্টগ্রাম গিয়ে কাজে নেমে পড়বেন। পেস বোলিং কোচ ওটিস গিবসন পদত্যাগ করায় আসন্ন সিরিজে মোস্তাফিজদের দায়িত্বে থাকার কথা এইচপি কোচ চম্পকা রামানায়েকের। ফিল্ডিং কোচ হিসেবে জাতীয় দলে যুক্ত হবেন রাজিন সালেহ।
আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে তিনটি ওয়ানডে খেলবে দুই দল। ২৩ ফেব্রুয়ারি হবে প্রথম ওয়ানডে। একদিন বিরতির পর হবে দ্বিতীয় ওয়ানডে। তৃতীয় ওয়ানডে ২৮ ফেব্রুয়ারি। ম্যাচগুলো শুরু হবে সকাল এগারোটায়। ঢাকায় দুইটি টি-টোয়েন্টি হবে ৩ ও ৫ মার্চ। বেলা ৩টায় শুরু হবে ম্যাচগুলো।
সূত্রঃ অনলাইন