ছুটি কাটিয়ে ঢাকায় ফিরলেন হেড কোচ রাসেল ডমিঙ্গো

বিপিএল ২০২২ নিউজ February 19, 2022 697
ছুটি কাটিয়ে ঢাকায় ফিরলেন হেড কোচ রাসেল ডমিঙ্গো

আজ ১৯ ফেব্রুয়ারি বিকেলে ঢাকায় এসেছেন এই দক্ষিণ আফ্রিকান কোচ। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ রয়েছে বাংলাদেশের। এরপর রয়েছে দক্ষিণ আফ্রিকা সফর। রোববার ওয়ানডে সিরিজ খেলতে চট্টগ্রাম যাবে বাংলাদেশ দল।


যদিও আফগানিস্তান দল সেখানে যাচ্ছে এক দিন পূর্বেই। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ খেলে আজই বাংলাদেশে আসছেন আফগানিস্তানের তিন ক্রিকেটার রশিদ খান, মোহাম্মদ নবী ও রহমতউল্লাহ গুরবাজ। সরাসরি চট্টগ্রামে যোগ দেবেন তারা।-সমকাল


আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে তিনটি ওয়ানডে খেলবে দুই দল। ২৩ ফেব্রুয়ারি হবে প্রথম ওয়ানডে। একদিন বিরতির পর হবে দ্বিতীয় ওয়ানডে। তৃতীয় ওয়ানডে ২৮ ফেব্রুয়ারি। ম্যাচগুলো শুরু হবে সকাল এগারোটায়।