বিপিএলের টুর্নামেন্ট সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন সাকিব

বিপিএল ২০২২ নিউজ February 18, 2022 778
বিপিএলের টুর্নামেন্ট সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন সাকিব

২০২২ বিপিএলে তার দল ফাইনালে ১ রানে হারলেও পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফর্ম করে চতুর্থ বারের মতো টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন ফরচুন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান।


বুদ্ধিদীপ্ত নেতৃত্বে ফরচুন বরিশালকে ফাইনালে তোলা সাকিব ব্যাটে-বলেও আলো ছড়িয়েছেন পুরো আসরেই। ফাইনালে ব্যাট হাতে তেমন ভালো পারফর্ম না করলেও আগের পারফরম্যান্সই পুরস্কার জিতিয়েছে সাকিবকে।


টানা পাঁচ ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে বিশ্ব রেকর্ড গড়া বরিশালের অধিনায়ক ১১ ম্যাচে ৩টি হাফ সেঞ্চুরিসহ ২৮.৪০ গড়ে করেছেন ২৮৪ রান। যা এবারের আসরের ষষ্ঠ সর্বোচ্চ। বল হাতেও অনবদ্য সাকিবের শিকার ১৬ উইকেট, যা তৃতীয় সর্বোচ্চ।


বিপিএলের সব আসরের টুর্নামেন্ট সেরারা:


সাকিব আল হাসান: খুলনা রয়্যাল বেঙ্গলস (২৮০ রান ও ১৫ উইকেট)


সাকিব আল হাসান: ঢাকা গ্ল্যাডিয়েটর্স (৩২৯ রান ও ১৫ উইকেট)


আসগর জাইদি: কুমিল্লা ভিক্টোরিয়ান্স (২১৫ রান ও ১৭ উইকেট)



মাহমুদউল্লাহ রিয়াদ: খুলনা টাইটান্স (৩৯৬ রান ও ১০ উইকেট)


ক্রিস গেইল: রংপুর রাইডার্স (৪৮৫ রান)


সাকিব আল হাসান: ঢাকা ডায়নামাইটস (৩০১ রান ও ২৩ উইকেট)


আন্দ্রে রাসেল: রাজশাহী রয়্যালস (২২৫ রান ও ১৪ উইকেট)


সাকিব আল হাসান: ফরচুন বরিশাল (২৮৪ রান ও ১৬ উইকেট)।


সূত্রঃ স্পোর্টসজোন২৪