আজ শুক্রবার বিকালে মিরপুরে মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত বিপিএলের ফাইনাল ম্যাচ। এই ম্যাচে ম্যাচ অফিসিয়ালের দায়িত্বে দেশিদের পাশাপাশি থাকবেন এক বিদেশি আম্পায়ার।
হাই ভোল্টেজ ফাইনালে ম্যাচ রেফারির ভূমিকায় থাকবেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান। অন ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল ও শ্রীলঙ্কার প্রগিথ রাম্বুকওয়েলা। এছাড়া গাজী সোহেল তৃতীয় আম্পায়ার ও তানভীর আহমেদ চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।
অষ্টম বিপিএলের ফাইনালে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। দুইবারের শিরোপাজয়ী কুমিল্লা ভিক্টোরিয়ান্স এ নিয়ে তৃতীয়বার ফাইনালে উঠল। প্রথমবারের মত অংশ নেওয়া ফরচুন বরিশাল প্রথম বিপিএলেই শিরোপা জয়ের সুযোগ পাচ্ছে।
‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায়।
সূত্রঃ বিডিক্রিকটাইম