বিপিএলের এবারের আসরের ফরচুন বরিশালের হয়ে খেলছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার। দুর্দান্ত পারফরম্যান্স করে দলকে ফাইনালে উঠেছেন তিনি। কিন্তু ফাইনালের আগের দিনে নতুন বির্তকের সৃষ্টি করেছেন সাকিব।
বিপিএলের ফাইনালের আগে অফিসিয়াল ফটোসেশন নিয়মিত প্রক্রিয়ার অংশ। প্রতি বছরই দুই অধিনায়ক ফাইনালের শিরোপা উন্মোচন করেন। দুই অধিনায়ক দাঁড়িয়ে ফটোসেশনে অংশ নেন।
এরপর গণমাধ্যমে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনও করেন তারা। তাইতো গতকাল বিপিএলের ফাইনাল ম্যাচ উপলক্ষে মিরপুরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েসের সঙ্গে শিরোপা উন্মোচন, ফটোসেশন ও আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার কথা ছিল ফরচুন বরিশালের অধিনায়ক সাকিবের।
কিন্তু গতকাল তার পরিবর্তে এসেছিলেন কাজী নুরুল হাসান সোহান। যেখানে অবশ্যই প্রশ্ন ওঠে কেন নেই সাকিব? যেখানে ফরচুন বরিশালের পক্ষ থেকে জানানো হয়েছিল পেটে পীড়া থাকায় সাকিব ফটোসেশনে অংশ নেননি। কিন্তু জানা গিয়েছে পরিচালক অমিতাভ রেজার সঙ্গে একটি কোমল পানীয়র বিজ্ঞাপনের শুটিংয়ে ছিলেন সাকিব।
সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট