এবারের বিপিএলের টুর্নামেন্ট সেরা কি পুরষ্কার পাবেন?

বিপিএল ২০২২ নিউজ February 17, 2022 541
এবারের বিপিএলের টুর্নামেন্ট সেরা কি পুরষ্কার পাবেন?

বিপিএলের প্রথম দুই আসর বেশ জাঁকজমকভাবে আয়োজন করেছিল আয়োজকরা। ওই দুই আসরের টুর্নামেন্ট সেরার পুরস্কার হিসেবে ছিল গাড়ি। এরপর আস্তে আস্তে টুর্নামেন্টের বাজেট কমিয়ে আনা হয়। কয়েক আসরে মোটরবাইক ছিল, এবার সেটিও নেই।


এদিকে এবারের আসরে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় পাবেন মাত্র দুই হাজার ডলার। আর যারা চ্যাম্পিয়ন হবে তাদের জন্য প্রাইজমানি হিসেবে আছে ১ কোটি টাকা। আর রানার্সআপ পাবে ৫০ লাখ টাকা। ফাইনালে ম্যাচ সেরা খেলোয়াড় পাবেন ১ হাজার ডলার।


সূত্রঃ স্পোর্টসজোন২৪