

বিপিএলের অষ্টম আসরের ফাইনাল আগামীকাল। আর দুঃসংবাদ পেল বরিশাল ও সাকিবভক্তরা। পেটের পীড়ায় ভুগছেন সাকিব আল হাসান। এজন্য দলীয় অনুশীলনেও আসেননি ফরচুন বরিশালের অধিনায়ক।
আজকের অফিসিয়াল ফটোসেশনে ছিলেন না সাকিব। তার পরিবর্তে অংশ নিয়েছেন সহঅধিনায়ক কাজী নুরুল হাসান সোহান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েসের সঙ্গে বিপিএলের ট্রফি উন্মোচন করেন। পরবর্তীতে গণমাধ্যমেও কথা বলেন বরিশালের উইকেটরক্ষক ব্যাটসম্যান।
নুরুল হাসান সোহান জানান, সকালে সাকিবকে জিম করতে দেখেছেন৷ এরপরই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে তাকে হোটেলে রেখে মাঠে অনুশীলন করতে চলে আসেন বাকি খেলোয়াড়েরা।
এবারের বিপিএলে ব্যাট-বলে দারুণ ফর্মে আছেন সাকিব৷ বরিশালকে প্রথমবার শিরোপা জেতাতে বদ্ধপরিকর বাঁহাতি অলরাউন্ডার। ১০ ম্যাচে ২৭৭ রান করেছেন। বল হাতে তার শিকার ১৫ উইকেট।
দলের আট জয়ের পাঁচটিরই নায়ক বরিশালের অধিনায়ক। ফাইনালের আগে তার শারীরিক অসুস্থতা বরিশালের জন্য নিঃসন্দেহে খারাপ খবর। তবে কুমিল্লার বিপক্ষে শুক্রবারের ফাইনালে তাকে পুরোপুরি ফিট পাওয়ার আশা দলের।
সূত্রঃ স্পোর্টসজোন২৪









