একনজরে মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালসের পূর্নাঙ্গ স্কোয়াড

বিপিএল ২০২২ নিউজ February 17, 2022 789
একনজরে মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালসের পূর্নাঙ্গ স্কোয়াড

আইপিএলের এবারের আসরে বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। দুই কোটি রুপি দিয়ে দিল্লি ক্যাপিটালস দলে ভিড়িয়েছে মুস্তাফিজকে। এবারের আসরে ফেভারিটদের মতোই দল গড়েছে দিল্লি।


এদিকে নিলাম এর আগে তারা ধরে রেখেছিল রিশভ পান্থ, অক্ষর প্যাটেল, পৃথ্বী শ, আনরিক নরকিয়াকে। এছাড়াও নিলাম থেকে তারা নিয়েছে ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শকে। এছাড়াও ভারতীয় ক্রিকেটারদের মধ্যে রয়েছেন শার্দুল ঠাকুর, চেতন সাকারিয়া, খলিল আহমেদ।


দিল্লি ক্যাপিটালস স্কোয়াড: রিশভ পান্থ (১৬ কোটি রুপি), অক্ষর প্যাটেল (৯ কোটি রুপি), পৃথ্বী শ (৭.৫ কোটি রুপি), আনরিক নরকিয়া (৬.৫ কোটি রুপি), ডেভিড ওয়ার্নার (৬.২৫ কোটি রুপি), মিচেল মার্শ (৬.৫০ কোটি রুপি), শার্দুল ঠাকুর (১০.৭৫ কোটি রুপি), মুস্তাফিজুর রহমান (২ কোটি রুপি), কুলদীপ যাদব (২ কোটি রুপি), অশ্বিন হেব্বার (২০ লাখ রুপি), সরফরাজ খান (২০ লাখ রুপি), কমলেশ নাগারকটি (১.১০ কোটি রুপি), কেএস ভারাত (২ কোটি রুপি), মানদীপ সিং (১.১০ কোটি রুপি), খলিল আহমেদ (৫.২৫ কোটি রুপি), চেতন সাকারিয়া (৪.২০ কোটি রুপি), ললিত যাদব (৬৫ লাখ রুপি), ইয়াশ ঢুল (৫০ লাখ রুপি), রোভমান পাওয়েল (২.৮০ কোটি রুপি), প্রবিন ডুবে (৫০ লাখ রুপি), লুঙ্গি এনগিডি (৫০ লাখ রুপি), টিম সেইফার্ট (৫০ লাখ রুপি)।


সূত্রঃ অনলাইন