সুনীল নারাইনের ব্যাটিং তাণ্ডবে বিপিএল ফাইনালের টিকিট পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মাত্র ১৩ বলে হাফ সেঞ্চুরি, যা বিপিএল ইতিহাসে রেকর্ড। এতো কম বল খেলে এর আগে কেউই পঞ্চাশ রানের মাইলফলক ছুঁতে পারেননি। ১৬ বলে ৫৭ রানের রানের বিধ্বংসী ইনিংসটি সাজান ৫টি চার ও ৬টি ছয়ের মারে। তার ব্যাটিংয়ের স্ট্রাইক রেট ৩৫৬.২৫!
অথচ সম্প্রতি ব্যাট হাতে একেবারেই ছন্দে ছিলেন না নারাইন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ওপেনিংয়েই দেখা যায় তাকে। তবে অফ ফর্মের কারণে এদানিং নিচের দিকেই ব্যাট করতে হচ্ছে। এবারের বিপিএলে প্রথমবারের মতো ওপেন করতে নেমেই রেকর্ড বইয়ে তোলপাড় ধরান এই ক্যারিবীয় ক্রিকেটার। ঝড়ো ব্যাটিংয়ে দলকে ম্যাচ জিতিয়ে নারাইন জানালেন, ওপেনিংয়ে নামবেন শুনেই খুশি হয়ে যান তিনি।
বুধবার রাতে ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়ে নারাইন বলছিলেন, ‘না, পরিকল্পনা ছিল না। তবে যখন ওপেনিং করার কথা বলা হল তখন খুশিই হয়েছিলাম। জানতাম ভালো শুরু পেলে ম্যাচ সহজ হয়ে যাবে। আমি মনে করি উইকেট ব্যাটিংয়ের জন্য অনেক ভালো ছিল। স্পিন খুব বেশি ধরেনি। বিশেষ করে নতুন বল খুব ভালোভাবে ব্যাটে আসছিল।’
নারাইনের ব্যাটে চড়ে ফাইনালে কুমিল্লা। আগামী ১৮ ফেব্রুয়ারি হতে যাওয়া মেগা ফাইনালে তাদের প্রতিপক্ষে ফরচুন বরিশাল। এ ম্যাচ জয়ের পর ফাইনাল প্রসঙ্গে নারাইন বলেন, ‘দলের জয়ই বেশি গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত আমাদের দলের অন্যতম সেরা পারফরম্যান্স এটা। দেখা যাক ফাইনালে কী হয়!’
সূত্রঃ ঢাকা পোস্ট