ইন্টার মিলানকে হারিয়ে শেষ আটের পথে লিভারপুল

ফুটবল দুনিয়া February 17, 2022 497
ইন্টার মিলানকে হারিয়ে শেষ আটের পথে লিভারপুল

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষেলোর প্রথম লেগে মোহাম্মদ সালাহ ও রবার্তো ফিরমিনোর গোলে ইন্টার মিলানকে হারিয়ে শেষ আটের পথে এগিয়ে গেলো লিভারপুল।


রাত ২টায় শুরু হওযা ম্যাচটির প্রথমার্ধ থেকেছে গোল শুন্য। লিভারপুল যেমন গোলের দেখা পায়নি, গোল আদায় করতে পারেনি ইন্টার মিলানও। দ্বিতীয়ার্ধের বেশ কিছু সময়ও গোলের দেখা পায়নি কোনো দল।


শেষ দিকের নয় মিনিটের ঝড়ে পরপর দুই গোল আদায় করে নেয় লিভারপুল। রবার্তো ফিরমিনো ও মোহাম্মদ সালাহ নয় মিনিটের ব্যবধানে ২-০ গোলে এগিয়ে দেন দলকে। ম্যাচের ৭৫তম মিনিটে ফিরমনোর গোলে লিড নেয় লিভারপুল।


১-০ গোলে এগিয়ে যাওয়ার মিনিট নয়েক পর ম্যাচের ৮৩তম মিনিট মোহাম্মদ সালাহ ব্যবধান ২-০ করেন। ম্যাচের বাকীটা সময় লিভারপুল আর গোলের দেখা পায়নি।


শেষ দিকে পিছিয়ে পড়া ইন্টার মিলানও আর গোল আদায় করতে পারেনি। শেষ পর্যন্ত তাই ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। - এমএনপি স্পোর্টস