চট্টগ্রামকে ৭ উইকেটে হারিয়ে বিপিএলের ফাইনালে কুমিল্লা

বিপিএল ২০২২ নিউজ February 16, 2022 467
চট্টগ্রামকে ৭ উইকেটে হারিয়ে বিপিএলের ফাইনালে কুমিল্লা

দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দেওয়া ১৪৯ রানের লক্ষ্য ৪৩ বল হাতে রেখেই টপকে যায় ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।


টস জিতে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লে-র ৬ ওভারে ৪৩ রান করতেই ৪ উইকেট হারায় চট্টগ্রাম। পরে মিরাজ ৪৪ ও আকবর ৩৩ রান করলেও পাঁচ বল বাকি থাকতেই ১৪৮ রানে গুটিয়ে যায় চ্যালেঞ্জার্সরা।


জবাবে বিনা রানে ওপেনার লিটন দাসের উইকেট পতনের পর চট্টগ্রামের বোলারদের উপর তান্ডব শুরু করেন নারিন। মাত্র ১৩ বলে অর্ধশতকের হাকানো এই ব্যাটার ১৬ বলে ৫৭ রান করেন ছয়টি ছয় ও পাঁচটি চারের মারে। মাঝে কায়েক আউট হলেও মইনের ১৩ বলে ৩০ রানের সুবাদে ৩ উইকেটে ১৪৯ রান করে জয় পায় কুমিল্লা।


সূত্রঃ আমাদের সময়