সদ্য প্রকাশিত ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে জায়গা করে নিয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ওয়ানডে ফরম্যাটে আইসিসির র্যাঙ্কিংয়ে সবার ওপরেই ছিলেন মুশফিক। আইসিসি র্যাঙ্কিংয়ে মুশফিকের সেরা অবস্থান ছিল ১৪তম। এবার র্যাঙ্কিংয়ে আরও ওপরে উঠলেন বাংলাদেশ দলের এ অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার।
সম্প্রতি ওয়ানডে ব্যাটার ও বোলারদের হালনাগাদকৃত ওয়ানডে র্যাঙ্কিং প্রকাশ করেছে। সেই তালিকায় ওয়ানডে ক্যারিয়ারের সেরা অবস্থানে উঠে এসেছেন মুশফিক। মূলত ভারত সিরিজে শাই হোপের ব্যাটে আসেনি রান। ফলে র্যাঙ্কিংয়ে অধঃপতন হয়েছে হোপের। যে কারণে ম্যাচ না খেলেও ওয়ানডে র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারের সেরা অবস্থান ‘১১’ তে উঠে এসেছেন মুশফিক।
সূত্রঃ বিডিক্রিকটাইম