বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল ম্যাচের সময়ে পরিবর্তন এনেছে আয়োজকরা। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই ফাইনাল ম্যাচটি সন্ধ্যা ৬.৩০ এর জায়গায় ৫.৩০ মিনিটে শুরু হবে।
এক বিবৃতিতে এমনটা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের ফাইনাল ইতোমধ্যেই নিশ্চিত করেছেন সাকিব আল হাসানের ফরচুন বরিশাল।
প্রথম কোয়ালিফায়ারে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে দশ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে সাকিবের বরিশাল। সেই ম্যাচে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৩ রান করে বরিশাল।
জবাবে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৩৩ রানে থেমে যায় ফাফ ডু প্লেসি- মঈন আলীদের ইনিংস। ফাইনাল খেলার সুযোগ এখনও আছে কুমিল্লার সামনে। দ্বিতীয় কোয়ালিফায়ারে ১৬ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে তারা।
সূত্রঃ স্পোর্টসজোন২৪