পায়ের গোড়ালির নিচে কাপড় পরা সম্পর্কে যা বলেছেন রাসূল (সাঃ)

ইসলামিক শিক্ষা May 2, 2016 2,449
পায়ের গোড়ালির নিচে কাপড় পরা সম্পর্কে যা বলেছেন রাসূল (সাঃ)

বর্তমানে আমাদের সমাজে ফ্যাশন হয়ে গিয়েছে পায়ের গোড়ার নিছে কাপাড় ফেলে হাটা। গোড়ার উপরে কাপ পড়াটাকে অনেকেই অভদ্রতা বলেই মনে করেন। অথচ একাজের জন্য রাসূল (সাঃ) ভয়াবহ আজাবের কথা বর্ণনা করেছেন।


মহান আল্লাহর পক্ষ থেকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)এর প্রতি যেকাজগুলো করার জন্য আদেশ এসেছে তিনি আমাদের সেকাজগুলোই করতেই উৎসাহিত করেছেন। আর যেকাজগুলোর জন্য নিষেধ করা হয়েছে তিনি তা করতে আমার বারণ করেছেন।


এই প্রসঙ্গে হযরত আবু যার (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : আল্লাহ্ তা'য়ালা কিয়ামতের দিন তিন শ্রেণীর লোকের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না।


বরং তাদের জন্যে রয়েছে ভয়ানক শাস্তি। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাটি তিন বার পাঠ করলেন। আবু যার (রাঃ) বলে ওঠলেন, তারা তো ধ্বংস হবে, ক্ষতিগ্রস্থ হবে। হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম), এরা কারা ?


তিনি বললেন :


১. যে লোক পায়ের গোছার নিচে কাপড় ঝুলিয়ে চলে।


২. কোনো কিছু দান করে খোটা দেয় এবং


৩. মিথ্যা শপথ করে পণ্যদ্রব্য বিক্রি করে।


(সহীহ মুসলিম - ২০১)