এবার সিলেটের সাথে তাসকিনের পারিশ্রমিক নিয়ে দ্বন্দ্ব

বিপিএল ২০২২ নিউজ February 1, 2022 982
এবার সিলেটের সাথে তাসকিনের পারিশ্রমিক নিয়ে দ্বন্দ্ব

মেহেদী হাসান মিরাজ ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ইস্যুর রেশ এখনো কাটেনি। এর আগেই সামনে এলো আরও একটি অনাকাক্ষিত ঘটনা।


এবার সিলেট সানরাইজার্সের জার্সিতে না খেলার হুমকি দিয়েছেন তাসকিন আহমেদ। আসরের মাঝপথে পারিশ্রমিকের পুরো অর্থ দাবি করেন জাতীয় দলের এই তারকা পেসার।


যদিও নিয়ম মেনে এরই মধ্যে ৭০ শতাংশ টাকা পরিশোধ করেছে সানরাইজার্স। শুধু তাই নয়, সমস্যা বড় হওয়ার আগেই বিপিএল গভর্নিং কাউন্সিলের হস্তক্ষেপে সমাধানের কথা স্বীকার করেছে ফ্র্যাঞ্চাইজিটি।


আরও পড়ুন: মিরাজ-চ্যালেঞ্জার্স ইস্যু: নেপথ্যে ফিক্সিং কিনা খতিয়ে দেখবে বিসিবি


গভর্নিং কাউন্সিলের নিয়ম অনুযায়ী, ডিরেক্ট সাইনিং ক্রিকেটারদের পারিশ্রমিকের ৬০ ভাগ দিতে হবে চুক্তি স্বাক্ষরের সময়। বাকি অংশ দুই কিস্তিতে দিতে হবে টুর্নামেন্ট শেষের ৩০ দিনের মধ্যে।

তবে আসরের মাঝপথেই ৩৫ লাখ টাকা পারিশ্রমিকের পুরোটা চেয়ে বসেন তাসকিন। আর তা না দিলে সিলেটের হয়ে চলমান বিপিএলে খেলবেন না বলে হুঁশিয়ারিও দেন এই ডানহাতি পেসার। তবে গভর্নিং কাউন্সিলের হস্তক্ষেপে আপাতত সমাধানের পথে হেঁটেছে দুই পক্ষ।


প্রথমে অস্বীকার করলেও পরে ঘটনার সত্যতা স্বীকার করেছেন সিলেট সানরাইজার্সের চেয়ারম্যান শেখ কুদরত ই ইবতিহাজ। তবে এভাবে শতভাগ অর্থ দাবিকে ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতি আস্থার অভাব হিসেবে দেখছে বিপিএল গভর্নিং কাউন্সিল।