বিপিএলের প্লেয়ার ড্রাফট হচ্ছে ২৭ ডিসেম্বর ?

বিপিএল ২০২২ নিউজ December 19, 2021 798
বিপিএলের প্লেয়ার ড্রাফট হচ্ছে ২৭ ডিসেম্বর ?

আগামী বছরের জানুয়ারিতে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) প্লেয়ার ড্রাফটের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ২৭ তারিখ অনুষ্ঠিত হবে এই জমজমাট প্লেয়ার ড্রাফট।


বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল আগেই জানিয়েছিলেন চলতি মাসেই প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা। সেই কথা অনুযায়ী তারা জানিয়েছে সম্ভাব্য ২৭ তারিখেই অনুষ্ঠিত হবে নিলাম। যেখান থেকে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি নিজেদের পছন্দের ক্রিকেটারদের নিয়ে দল সাজাবে।

এবারের নিলাম থেকে প্রতি দল সর্বোচ্চ ৮ জন বিদেশী ক্রিকেটারকে নেওয়ার সুযোগ থাকবে। তবে নিলামের বাইরে থেকেও তিনজনের সাথে চুক্তি করতে পারবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। এদিকে এবারের বিপিএলে একাদশে বিদেশী ক্রিকেটারের সংখ্যা তিনে করার পরিকল্পনা করছে বিসিবি। সেটা হলে স্কোয়াডেও সংখ্যা কমতে পারে।


এদিকে প্লেয়ার অকশনের বাইরে তিন বিদেশি ক্রিকেটার দলে নেয়ার সুযোগ থাকায় কুমিল্লা ইতোমধ্যে টি-টোয়েন্টির বড় তিন তারকাকে দলে নিয়েছে। তারা হলেন, দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসি, ইংল্যান্ডের মঈন আলী এবং ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন।


এদিকে ফরচুন বরিশালে আইকন ক্রিকেটার থাকছেন অলরাউন্ডার সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল ও স্যাম বিলিংস। কুমিল্লা ভিক্টোরিয়ান্সে তামিম ইকবাল। মাশরাফি ঢাকাতে, মাহমুদউল্লাহ চট্রগ্রামে, মুশফিক খুলনায় আর মোস্তাফিজ সিলেটের আইকন হিসেবে থাকবেন।


উল্লেখ্য, সবকিছু ঠিক থাকলে আগামী ২০ জানুয়ারি