এবার বিপিএলে সাকিব-রাসেল খেলবেন একই দলে

বিপিএল ২০২২ নিউজ December 18, 2021 897
এবার বিপিএলে সাকিব-রাসেল খেলবেন একই দলে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দীর্ঘদিন ধরে খেলে আসছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট লিগ বিপিএলেও এই দুই তারকাকে দেখা গিয়েছে কয়েক আসরে। আবারও তাদের দেখা যাবে একই দলের হয়ে খেলতে। সাকিবের বরিশালের হয়ে এবারের বিপিএল মাতাবেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার।


জানা গেছে, আন্দ্রে রাসেলের সাথে ইতোমধ্যে কথা চূড়ান্ত করেছে বরিশাল। সবকিছু ঠিক থাকলে পুরো আসরেই বরিশালের জার্সিতে মাঠ মাতাবেন টি-টোয়েন্টি ক্রিকেটের এই ফেরিওয়ালা। এর আগে ২০১২ বিপিএলেও খুলনার হয়ে খেলেছিলেন সাকিব ও রাসেল। ২০১৬ বিপিএলে ঢাকা ডাইনামাইটসের হয়ে খেলেছিলেন দুজন। তৃতীয়বার বিপিএলে জুটি বাঁধবেন তারা।

এর আগের বিপিএলে রাজশাহীর হয়ে খেলেছিলেন রাসেল। যেখানে প্রথমবার নেতৃত্ব দিয়ে দলকে শিরোপাও এনে দেন তিনি। এবারও ভালো কিছুর প্রত্যাশাতেই তাকে নিলামের আগেই দলে ভেড়ালো বরিশাল।


এদিকে রাসেলের সাথে ইংলিশ ক্রিকেটার স্যাম বিলিংসের সাথেও কথাবার্তা চূড়ান্ত করেছে বরিশাল। সবকিছু ঠিক থাকলে তাকেও দেখা যেতে পারে বরিশালের জার্সিতে। সম্ভাবনা আছে আফগান অলরাউন্ডার মুজিবেরও।


উল্লেখ্য, রাসেল এর আগে বিপিএলের বেশ কয়েকটি আসরে অংশ নিয়েছেন। ৪৪ ম্যাচে ৭৫১ রান আছে তার, যেখানে গড় ৩৫ ও স্ট্রাইক রেট ১৬৫। বিলিংস অবশ্য এবারই প্রথম অংশ নেবেন। তাকে দলে পেতে চেষ্টা চালিয়েছিল চট্টগ্রামও। যদিও শেষপর্যন্ত নাম লিখিয়েছেন বরিশালে।


Source: Sportszone24