খেলাধূলা বিষয়ক বিখ্যাত সংবাদমাধ্যম গোল.কম এর বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। সমর্থকদের প্রত্যক্ষ ভোটেই এবার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে যেখানে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন এই আর্জেন্টাইন সুপারস্টার।
ছয় বছর পর গোল ৫০ এর বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন মেসি। সর্বশেষ ২০১৫ সালে বিখ্যাত এই পুরস্কারটি জিতেছিলেন আলবেসিলেস্তেদের অধিনায়ক।
এবারসহ ক্যারিয়ারে মোট পাঁচবার দর্ষকভোটে গোলের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মেসি। এর আগে ২০০৮, ২০১১, ২০১৩ এবং ২০১৫ সালে সেরার মুকুট মাথায় তুলেছিলেন এই ক্ষুদে জাদুকর।
এবারের খেতাবটি নিজের করে নিতে লিওনেল মেসিকে বেশ বেগ পেতে হয়েছে। সর্বমোট ১৪ মিলিয়ন (১ কোটি ৫০ লক্ষ) মানুষের দেওয়া ভোটে ক্রিস্টিয়ানো রোনালদোকে অল্প ব্যবধানে পেছনে ফেলেছেন তিনি।
দর্শক ভোটের ৫০.০৯% ভোট পেয়েছেন মেসি, অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর ঝুলিতে পড়েছে ৪৯.৯১% ভোট! রোনালদোর থেকে মাত্র ২৪টি ভোট বেশি পেয়ে এবারের বর্ষসেরার পুরস্কার জিতেছেন মেসি।
সূত্রঃ স্পোর্টসজোন২৪