আর্জেন্টিনা ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেলো ব্রাজিল সমর্থকরা

ফুটবল দুনিয়া November 16, 2021 1,145
আর্জেন্টিনা ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেলো ব্রাজিল সমর্থকরা

বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হওয়ার আগে অবশ্য স্বস্তিতে নেই ব্রাজিলিয়ান শিবির। এবার ইনজুরির কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন দলটির সেরা তারকা নেইমার জুনিয়র।


ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেন্ট জার্মেই থেকে ইনজুরি নিয়ে আর্জেন্টিনা দলের সঙ্গে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। সেই মেসি ইনজুরি কাটিয়ে ব্রাজিলের বিপক্ষে প্রথম একাদশেই ফিরবেন বলে জানিয়েছে আর্জেন্টিনা কোচ স্কালোনি।


কিন্ত মেসি-নেইমারের যে লড়াই দেখার জন্য পুরো ফুটবল বিশ্ব অপেক্ষা করছিল সেটা আর হচ্ছে না। কারণ ইনজুরির কারণে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান তারকা।


অনুশীলনে পেশীর ইনজুরিতে পড়েন নেইমার জুনিয়র। এই ইনজুরির কারণে তার খেলা হবে না আর্জেন্টিনার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ সুপার-ক্ল্যাসিকো ম্যাচটিতে।


এই ম্যাচে নেইমারের না থাকার সুযোগে দলে আসতে পারেন বার্সেলোনা তারকা ফিলিপ কুটিনহো কিংবা রিয়াল মাদ্রিদে উড়তে থাকা ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। তবে যেই আসুক, তাকে দিয়েই নেইমারের অভাব পূরণ করতে চাইবেন ব্রাজিল বস তিতে।


সূত্রঃ স্পোর্টসজোন২৪