বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

ফুটবল দুনিয়া November 12, 2021 664
বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে আগামীকাল (শনিবার) ভোর ৫.০০ টায় নিজেদের মাঠে আর্জেন্টিনার মুখোমুখি হবে উরুগুয়ে। গত আগষ্টে ব্রাজিল এবং আর্জেন্টিনার কাছে মোট সাত গোল হজম করা উরুগুয়ের সময়টা মোটেও ভালো যাচ্ছে না।


বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ১২ ম্যাচ খেলে সমান চার জয়, চার, ড্র ও চার হারে ১৬ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছে দলটি। জয়ের ধারায় ফিরতে তাই আজ আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলবে সুয়ারেজ-কাভানিরা।


অন্যদিকে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এখনো অব্দি অপরাজিত লিওনেল মেসির আর্জেন্টিনা। ১১ ম্যাচ খেলে ৭ জয় চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে কোচ লিওনেল স্কোলানির শিষ্যরা।


দুই দলের মুখোমুখি লড়াইয়ে ৮৯ বার জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। অন্যদিকে উরুগুয়ের জয় ৫৯ ম্যাচে। ড্র হয়েছে ৪৬ টি ম্যাচ। দুই দলের শেষ দেখায়ও উরুগুয়েকে ৩-০ গোলে হারিয়েছিলো আর্জেন্টিনা।


ইনজুরির কারণে উরুগুয়ের হয়ে খেলতে পারবেন না ম্যানচেষ্টার ইউনাইটেড তারকা এডিসন কাভানি। তাছাড়াও সেবাস্তিয়ান কোটস, মাতিয়াস ভিনা, ফেদেরিকো ভালভার্দে, নিকোলাস ডি লা ক্রুজ এবং ডারউইন নুনেজও নেই উরুগুয়ের স্কোয়াডে।


সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি