বার্সার ক্যারিয়ারে কোচ হিসেবে তার সর্বশেষ লাল দাগ বুধবার লা লিগায় রায়ো ভ্যালকানোর কাছে ১-০ ব্যবধানে হেরে যাওয়া। এই হারের কারণে পয়েন্ট টেবিলে নবম স্থানে নেমে এসেছে বার্সা। বিবিসি
বার্সা লা লিগায় ১০ ম্যাচ থেকে মাত্র ১৫ পয়েন্ট সংগ্রহ করেছে। দুই দুইবার হেরেছে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে। স্প্যানিশ ক্লাবটি এক বিবৃতিতে বলেছে, ভলকানোর কাছে পরাজয়ের পর কোচকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত হয়।
তখনই ক্লাবের প্রেসিডেন্ট সিদ্ধান্তটি কোম্যানকে জানিয়ে দিয়েছেন। ১৪ মাস কাজ করেছেন তিনি, বৃহস্পতিবার ন্যু ক্যাম্পকে বিদায় জানাবেন।
কোম্যানের বয়স এখন ৫৮। ১৯৯২ সালের ইউরোপিয়ান কাপের ফাইনালে তিনিই ছিলেন বার্সার জয়ের নায়ক। কিন্তু কোচ হিসেবে সেই গ্ল্যামার তিনি অর্জন করতে পারেননি।
বার্সার আগে নেদারল্যান্ডস, এভারটন ও সাউদাট্যাম্পনের কোচ ছিলেন। চার বার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়া ও তিনবার শিরোপাজয়ী দেশটিকে গেলো বার লিগের তিন নাম্বারে রাখতে পেরেছিলেন।
সূত্রঃ আমাদের সময়