বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

ফুটবল দুনিয়া October 14, 2021 955
বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে আগামীকাল ভোর বেলা আলাদা ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা। আবারো ক্লাব ফুটবলের লড়াই শুরুর আগে এটাই দুই দলের শেষ ম্যাচ।


ঘরের মাঠ স্তাদিও এল মনুমেন্টালে পেরুর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায়। এর কিছু পরেই খেলতে নামবে ব্রাজিল। সেলেসাওদের প্রতিপক্ষ উরুগুয়ে। এই ম্যাচ বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় শুরু হবে।


১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ব্রাজিল। সমান ম্যাচে আর্জেন্টিনার সংগ্রহ ২২ পয়েন্ট। দুই দলই এবারের বাছাইপর্বে এখন পর্যন্ত অপরাজিত আছে।


ব্রাজিলের প্রতিপক্ষ উরুগুয়ে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে। অন্যদিকে আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু ১১ ম্যাচে সংগ্রহ করেছে ১১ পয়েন্ট। তাদের অবস্থান সপ্তম।


সূত্রঃ ডেইলি বাংলাদেশ