বেলজিয়ামকে হারিয়ে নেশন্স লিগের ফাইনালে ফ্রান্স

ফুটবল দুনিয়া October 8, 2021 747
বেলজিয়ামকে হারিয়ে নেশন্স লিগের ফাইনালে ফ্রান্স

দ্বিতীয় সেমিফাইনালে বেলজিয়ামকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। গত রাতে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচে ফ্রান্সের কাছে ৩-২ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে বেলজিয়াম।


যদিও ম্যাচের প্রথমার্ধ শেষে কেউই হয়তো ভাবেনি এমন কিছু হতে পারে। কেননা প্রথমে ২-০ গোলে এগিয়েছিল বেলজিয়ামই। কিন্তু বিরতির পর খেলা পাল্টে দেয় ফ্রান্স।


ম্যাচের ৩৭তম মিনিটে কারাস্কো এবং ৪০তম মিনিটে লুকাকুর গোলে ২-০ গোলে এগিয়ে যায় বেলজিয়াম। বিরতি পর্যন্ত তারা এগিয়ে ছিল সেই ২-০ গোলের ব্যবধানেই।


কিন্তু বিরতির পর ম্যাচের ৬২তম মিনিটে বেনজামার গোল খেলায় ফেরায় ফ্রান্সকে। উজ্জীবিত ফ্রান্স ৬৯ মিনিটে পায় পেনাল্টি।


সেখান থেকে গোল করে ফ্রান্সকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপে। ৯০তম মিনিটে থিও হার্নান্দেজের গোল জয় এনে দেয় ফ্রান্সকে।


সূত্রঃ স্পোর্টসজোন২৪