ভেনেজুয়েলাকে হারিয়ে টানা নবম জয় পেলো ব্রাজিল

ফুটবল দুনিয়া October 8, 2021 1,289
ভেনেজুয়েলাকে হারিয়ে টানা নবম জয় পেলো ব্রাজিল

শুরুতেই পিছিয়ে পড়ার পর কোনভাবেই যেন গোলের পথ পাচ্ছিল না ব্রাজিল। তবে শেষ দিকে ঠিকই ঘুরে দাঁড়ায় তিতের দল। ভেনেজুয়েলাকে হারিয়ে ধরে রাখে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের অপ্রতিরোধ্য যাত্রা।


দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ৩-১ গোলে জিতেছে ব্রাজিল। চলতি আসরে ৯ ম্যাচে এটি তাদের নবম জয়।


ঘরের মাঠে শুক্রবার শুরুতেই এরিক রামিরেসের গোলে এগিয়ে যায় ভেনেজুয়েলা। মার্কুইনহোস সমতা ফেরানোর পর সফরকারীদের এগিয়ে নেন গাব্রিয়েল বারবোসা। যোগ করা সময়ে সময়ে ব্যবধান আরও বাড়ান এন্থনি।


৯ ম্যাচে টানা ৯ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও শক্তিশালী করেছে ব্রাজিল। সেই সাথে সবার আগে কাতার বিশ্বকাপ নিশ্চিত করার আরও কাছে পৌঁছে গেছে তিতের দল।


সূত্রঃ স্পোর্টসজোন২৪