রাতে ম্যান সিটির মুখোমুখি হচ্ছে মেসি-নেইমারদের পিএসজি

ফুটবল দুনিয়া September 28, 2021 809
রাতে ম্যান সিটির মুখোমুখি হচ্ছে মেসি-নেইমারদের পিএসজি

ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াই তথা উয়েফা চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ পিএসজির বিপক্ষে লড়বে ম্যানচেস্টার সিটি। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপিয়ান ফুটবলের এই দুই পরাশক্তি। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে এই ম্যাচটি।


উত্তেজনাকর এই দৈরথের আগে আগে পেপ গার্দিওলাকে প্রশ্ন করা হয়েছিল পিএসজির আক্রমন ভাগের সবচেয়ে ভয়ানক প্লেয়ার কে সেই সম্পর্কে।


নির্দিষ্ট কাউকে ভয়ানক না বললেও পিএসজির আক্রমণভাগের তিন তারকাকেই প্রশংসায় ভাসালেন সিটিজেন বস। গার্দিওলা বলেন, “আমি জানিনা তাদের তিনজনের মধ্যে কে সবচেয়ে ভয়ানক (মেসি-নেইমার-এমবাপের মধ্যে)। তাদের অনেক গুন আছে। আমি জানিনা তাদের কিভাবে থামাতে হবে।”


“তাদের থামানোটা হবে কঠিন। কিন্তু আমরা চেষ্টা করব রক্ষণে ভালো করার। কাগজে কলমে তারা বিশ্বের সেরা আক্রমণ ত্রয়ী।”


সূত্রঃ স্পোর্টসজোন২৪