চ্যাম্পিয়নস লিগের জন্য ভয়ঙ্কর একাদশ ঘোষণা করলো পিএসজি

ফুটবল দুনিয়া September 14, 2021 2,123
চ্যাম্পিয়নস লিগের জন্য ভয়ঙ্কর একাদশ ঘোষণা করলো পিএসজি

ইউরোপসেরার মুকুট পরার লক্ষ্যে বুধবার রাতে মাঠে নামছে পিএসজি। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ বেলজিয়ামের দল ক্লাব বুর্গ। সেই ম্যাচের জন্য একদিন আগেই শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে দলটি। স্কোয়াডে ফিরেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ও ব্রাজিলীয় সুপারস্টার নেইমার। তাদের সঙ্গে জুটি বাঁধবেন এমবাপ্পে।


ইউরো চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া গোলরক্ষক ডোনারুমাকেও রাখা হয়েছে স্কোয়াডে। এ ছাড়া নেদারল্যান্ডসের ভাইনাল্ডামও আছেন দলে। আশরাফ হাকিমি, মাওরো ইকার্দি, লিয়ান্দ্রো প্যারেদেশরাও রয়েছেন স্কোয়াডে। বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১টায় প্রতিপক্ষের মাঠে খেলতে নামবে পিএসজি।


সূত্রঃ কালের কন্ঠ অনলাইন