দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের আলাদা ম্যাচে শুক্রবার সকালে মাঠে নামে দুই জায়ান্ট আর্জেন্টিনা ও ব্রাজিল। ব্যবধান ভিন্ন হলেও ঠিকই জয় তুলে নিয়েছে এই দুই দল।
ঘরের মাঠে এদিন বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জিতেছে ৩-০ গোলে। ম্যাচে আর্জেন্টিনার প্রত্যেকটি গোলই আসে লিওনেল মেসির পা থেকে।
আর দুর্দান্ত এই হ্যাটট্রিকের মধ্য দিয়ে লিওনেল মেসি দক্ষিণ আমেরিকার ফুটবলারদের মধ্যে জাতীয় দলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন। তার গোল সংখ্যা এখন ৭৯ টি।
অন্য ম্যাচে ব্রাজিলের জয়ে গোল পেয়েছেন নেইমারও। পেরুকে ২-০ গোলে হারানোর ম্যাচে নেইমার একটি গোল এবং একটি অ্যাসিস্ট করেন। এটি ছিল নেইমারের জাতীয় দলে ৬৯তম গোল। তিনি আছেন তালিকার তিনে।
দক্ষিণ আমেরিকার ফুটবলারদের মধ্যে জাতীয় দলে সর্বোচ্চ পাঁচ গোলদাতার তালিকায় শীর্ষে থাকা মেসি এবং তিনে থাকা নেইমারের মাঝে আছেন সাবেক ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। তার গোল ছিল ৭৭টি।
শীর্ষ পাঁচের বাকি দুটি আসনে আছেন ৬৪ গোল করা উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ এবং ৬২ গোল করে পঞ্চমস্থানে আছেন ব্রাজিলের রোনালদো।
সূত্রঃ স্পোর্টসজোন২৪