মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে বলিভিয়াকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা

ফুটবল দুনিয়া September 10, 2021 896
মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে বলিভিয়াকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা

লিওনেল মেসির হ্যাটট্রিকে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় শুক্রবার সকালে বুয়েন্স এইরেসের অ্যান্তোনিও ভেসপুচি লিবার্টি স্টেডিয়ামে তারা ৩-০ গোলে হারিয়েছে বলিভিয়াকে। ম্যাচের ২৪, ৬৪ ও ৮৮ মিনিটে গোল করেন মেসি।


বুয়েনস এইরিসের এল মনুমেন্তালে উপস্থিত দর্শকদের আনন্দের জোয়ারে ভাসালেন মেসি। ১৪ মিনিটে প্রথমবার জাল খুঁজে পেয়ে আর্জেন্টিনাকে এগিয়ে নেন।


৬৪ মিনিটে দ্বিতীয় গোল, আর ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে বলিভিয়ার কফিনে শেষ পেরেকটি মেরে পূরণ করেন হ্যাটট্রিক। মেসির অসাধারণ ফুটবলের সামনে বলিভিয়াকে বেশিরভাগ সময় আক্রমণ ঠেকাতেই ব্যস্ত থাকতে হয়েছে।


সূত্রঃ রাইজিংবিডি/ বাংলা ট্রিবিউন