দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে সাত মিনিট না যেতেই ব্রাজিলের স্বাস্থ্য কর্তারা মাঠে প্রবেশ করেন। ফলে খেলা বন্ধ হয়, পরে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। স্বাস্থ্য কর্তাদের উদ্দেশ্য ছিল ইংল্যান্ড ফেরত ৪ আর্জেন্টাইন ফুটবলারকে আটক করা। অভিযোগ উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা সেই ফুটবলাররা ১৪ দিনের কোয়ারেন্টিন না করেই মাঠে নেমেছেন।
টিওয়াইসি স্পোর্টস জানায়, এই কর্মকর্তাদের একজন ছিলেন সান পাবলো পুলিশ অফিসার। যিনি মাঠে অস্ত্রসহ নেমে পড়েন। এই ঘটনায় ইতোমধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। কালো টি-শার্ট পরিহিত সেই ব্যক্তিকে মাঠে আর্জেন্টাইন ফুটবলার নিকোলাস ওতামেন্দি ও মার্কোস আকুনার সঙ্গে বাকবিতণ্ডা করতে দেখা যায়। পরে কোচ লিওনেল স্কালোনি তাদের আলাদা করে দেন।
সূত্রঃ কালের কন্ঠ অনলাইন