রাতে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা, দেখে নিন দুদলের সম্ভাব্য একাদশ

ফুটবল দুনিয়া September 5, 2021 871
রাতে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা, দেখে নিন দুদলের সম্ভাব্য একাদশ

কাতার বিশ্বকাপ ২০২২ এর বাছাই পর্বের ম্যাচে আজ আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এবারের বাছাইয়ে নিজেদের অষ্টম ম্যাচে লড়বে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় আজ রাত ১টায়।


ব্রাজিলের ঘরের মাঠ সাও পাওলোর করিন্থিয়াস এরেনায় হবে দুই দলের জমজমাট লড়াই। ম্যাচটিতে ব্রজিল ও আর্জেন্টিনার হয়ে কারা খেলবেন? তা জানতে মুখিয়ে আছেন ভক্ত সমর্থকরা।


আর্জেন্টিনার বিপক্ষে আজকের এই ম্যাচে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ তারকাকে পাচ্ছে না ব্রাজিল। এ ছাড়া ভেনেজুয়েলার বিপক্ষের ম্যাচে আঘাত পেয়েছিলেন আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসি।


সে কারণে ব্রাজিলের বিপক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে পিএসজি তারকা খেলবেন কি না তা নিয়ে শঙ্কা জেগেছিল। কোচ লিওনেল স্কালোনি সব শঙ্কা উড়িয়ে দিয়ে বলেছেন, মেসি এ ম্যাচে খেলবেন।


• এক নজরে দেখে নিন আজকের ম্যাচে ব্রাজিল এবং আর্জেন্টিনা, দুই দলের সম্ভাব্য একাদশ


ব্রাজিলের সম্ভাব্য একাদশ


গোলরক্ষক


ওয়েভারটন


রক্ষণভাগ


দানিলো, এডের মিলিতাও, মিরান্ডা, অ্যালেক্স সান্দ্রো


মধ্যমাঠ


ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকুয়েতা


আক্রমণভাগ


এভারটন রিবেইরো, নেইমার জুনিয়র, গ্যাব্রিয়েল বারবোসা।




আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ


গোলরক্ষক


এমিলিয়ানো মার্টিনেজ


রক্ষণভাগ


নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস আকুনা


মধ্যমাঠ


রদ্রিগো ডি পল, লেয়ান্দ্র প্যারেডেস, জিওভানি লো সেলসো


আক্রমণভাগ


অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ ও লিওনেল মেসি।


সূত্রঃ স্পোর্টসজোন২৪