ইতালি ছাড়লেন রোনালদো, বিদায় নিয়েছেন সতীর্থদের থেকেও

ফুটবল দুনিয়া August 27, 2021 1,426
ইতালি ছাড়লেন রোনালদো, বিদায় নিয়েছেন সতীর্থদের থেকেও

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তার ক্লাব ছাড়তে চাওয়ার কথা জানান জুভেন্তাস কোচ। এবার তো পর্তুগিজ তারকা ছেড়ে গেছেন ইতালির তুরিন শহরই।


এমন খবরই দিয়েছে স্কাই স্পোর্টস। তারা জানাচ্ছে, নিজের ব্যক্তিগত বিমানে করে তিন বছর কাটানো তুরিন শহর ছেড়ে গেছেন রোনালদো। এর আগে তিনি বিদায় নিয়েছেন ক্লাব সতীর্থদের কাছ থেকেও। ৪০ মিনিট অনুশীলন করেই মাঠ ছেড়ে গিয়েছিলেন পর্তুগিজ তারকা।


এই মুহূর্তে নিজের অ্যাজেন্ট জর্জে মেন্ডির কাছ থেকে প্রস্তাব পাওয়ার অপেক্ষা করবেন রোনালদো। ম্যানচেস্টার সিটিতে যাওয়ার ইচ্ছে আগেই জানা গিয়েছিল। সেটি নিয়েই মূলত কাজ করেছেন মেন্ডি। বৃহস্পতিবার বেশ কয়েকজন সাংবাদিক বলেছিলেন, রোনালদোর সিটিতে যাওয়া প্রায় চূড়ান্ত।


এর আগে জুভেন্তাস কোচ অ্যালেগ্রি বলেছিলেন, ‘ক্রিশ্চিয়ানো আমাকে গতকালকে বলেছে সে দ্রুত জুভেন্তাস ছাড়তে চাই। এটা সত্যি এবং নিশ্চিত। এই কারণেই সে আজকে অনুশীলন করেনি, আগামীকালকে ইম্পোলির বিপক্ষে ম্যাচেও খেলবে না।’


সূত্রঃ ঢাকা পোস্ট