গত চার বছর ধরে ইউরোপের শীর্ষ পাঁচ লীগের একটি ছিল ফ্রান্সের লীগ ওয়ান। তবে এবার এক লাফে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ থেকে নেমে পড়েছে ফরাসি লিগটি।
বুধবার পর্তুগিজ ক্লাব বেনফিকা চ্যাম্পিয়নস লিগের চূড়ান্ত পর্ব নিশ্চিত করায় কাল হয়েছে লীগ ওয়ানের। বেনফিকার জয়ে পতন হয়েছে মেসি-নেইমার-রামোসদের লীগের!
বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে ডাচ ক্লাব পিএসভির বিপক্ষে গোলশূন্য ড্র করে বেনফিকা। তবে, প্রথম লেগে ঘরের মাঠে ২-১ গোলের জয়ের সুবাদে চ্যাম্পিয়নস লিগ খেলা নিশ্চিত হয়ে যায় পর্তুগিজ ক্লাবটির।
আর এতেই উয়েফা র্যাংকিংয়ে ৪৪.২১৬ পয়েন্ট নিয়ে শীর্ষ পাঁচ লিগে জায়গা করে নেয় পর্তুগালের প্রিমেইরা লিগা, একধাপ নেমে ৪৩.৪৯৮ পয়েন্ট নিয়ে উয়েফা লীগ র্যাংকিংয়ে এখন ছয়ে অবস্থান করছে লীগ ওয়ান।
৮৭.৯২৬ পয়েন্ট নিয়ে এই তালিকায় শীর্ষে আছে ইংলিশ প্রিমিয়ার লীগ। দুইয়ে রয়েছে স্প্যানিশ লা লিগা।
এক নজরে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ:
১) ইংলিশ প্রিমিয়ার লীগ- ৮৭.৯২৬
২) স্প্যানিশ লা লীগা- ৮০.৫৭০
৩) ইতালিয়ান সিরি’আ- ৬৩.২১৬
৪) জার্মান বুন্দেস লিগা- ৬১.৪২৭
৫) প্রিমেইরা লিগা-৪৪.২১৬
সূত্র: কালের কন্ঠ অনলাইন