মেসি-নেইমারকে ছাড়াই টানা তৃতীয় জয় পেলো পিএসজি

ফুটবল দুনিয়া August 21, 2021 1,198
মেসি-নেইমারকে ছাড়াই টানা তৃতীয় জয় পেলো পিএসজি

লিগ ওয়ানের ম্যাচে রোমাঞ্চকর এক জয় তুলে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই। শুক্রবার ব্রেস্টকে ২-৪ গোলে হারিয়ে এবারের লিগে টানা তৃতীয় জয় তুলে নিলো মাওরিসিও পচেত্তিনোর দল।


প্যারিসের দলটির হয়ে এই ম্যাচে একটি করে গোল করেছেন কিলিয়ান এমবাপে, আনহেল দি মারিয়া, আন্দের এররেরা ও ইদ্রিসা গেয়ি।


চলতি আসরে আগের দুই ম্যাচ ড্র করা ব্রেস্টের গোল দুটি করেন ফাঁঙ্ক উনুবা ও স্টিভ মুনিয়ে। এই ম্যাচেও দলের সেরা দুই তারকা নেইমার জুনিয়র এবং লিওনেল মেসিকে ছাড়ায় খেলতে নামে পিএসজি।


সেই সাথে ছিলেন না দলে নতুন করে যোগ দেওয়া সার্জিও রামোসও। এতসব নামীদামী খেলোয়াড় না থাকলেও ঠিকই জয় তুলে নিয়েছে প্যারিসের জায়ান্টরা।


এখন পর্যন্ত খেলা ৩ ম্যাচের সবগুলোতে জয়লাভ করে লিগ টেবিলের শীর্ষে আছে পিএসজি। ২ ম্যাচে ৬ পয়েন্ট করে নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়স্থানে আছে এঞ্জার্স ও ক্লারমন্ট।


সূত্রঃ স্পোর্টসজোন২৪