কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে চলমান গুঞ্জনে সর্বশেষ অধ্যায় যোগ করেছেন রিয়াল মাদ্রিদ তারকা টনি ক্রুস, ‘সম্ভবত পিএসজি থেকে একজন খেলোয়াড় আমাদের সঙ্গে যোগ দিতে পারেন।’
সেই একজন হিসেবে ক্রুস যে এমবাপ্পেকে বুঝিয়েছেন, তা না বললেও চলে। কিন্তু রিয়ালে যাওয়ার গুঞ্জনে নিজেই জল ঢাললেন এমবাপ্পে।
সংবাদমাধ্যম জানিয়েছে, এমবাপ্পে নাকি তাঁর সতীর্থদের বলেছেন, অন্তত আরও এক বছর পিএসজিতে থাকতে চান। পিএসজির সঙ্গে তাঁর বর্তমান চুক্তিতে আর এক মৌসুম বাকি আছে।
সূত্রঃ প্রথম আলো অনলাইন